বৃহস্পতিবার,

০২ জানুয়ারি ২০২৫,

১৯ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার,

০২ জানুয়ারি ২০২৫,

১৯ পৌষ ১৪৩১

Radio Today News

আলুর দাম নিয়ন্ত্রণ করতে না পারায় দুঃখ প্রকাশ ভোক্তার ডিজির

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:৪২, ৩০ ডিসেম্বর ২০২৪

Google News
আলুর দাম নিয়ন্ত্রণ করতে না পারায় দুঃখ প্রকাশ ভোক্তার ডিজির

আলুর দাম নিয়ন্ত্রণ করতে না পেরে নিজের ব্যর্থতা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।

গতকাল রবিবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আয়োজিত বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলনে আলীম আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুরনো সংস্কৃতি পরিবর্তন হয়নি উল্লেখ করে ভোক্তার ডিজি বলেন, আলুর চাহিদা ও উৎপাদনসংক্রান্ত বিষয়ে  কৃষি সম্প্রসারণ, কৃষি বিপণন ও কৃষি গবেষণা কাউন্সিলের দেওয়া তথ্যে মিল নেই। অথচ তাদের গুরুত্বপূর্ণ সেই তথ্যের ওপর নির্ভর করে ওই পণ্য আমদানি করা হবে কি না।

সংকটের সময়ে সংকটের কথা জানলে সংকট দূর হবে না। এ সময় তিনি বলেন, আমদানীকৃত পণ্য সঠিক সময়ে পৌঁছালে আসন্ন রমজানে নিত্যপণ্যের ঘাটতি হবে না। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি জামিল চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে সংগঠনটির রাজশাহী বিভাগের আট জেলার নেতারা উপস্থিত ছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের