বুধবার,

০১ জানুয়ারি ২০২৫,

১৮ পৌষ ১৪৩১

বুধবার,

০১ জানুয়ারি ২০২৫,

১৮ পৌষ ১৪৩১

Radio Today News

জামালপুরে ব্রহ্মপুত্র নদে পানিতে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:০৩, ২৯ ডিসেম্বর ২০২৪

Google News
জামালপুরে ব্রহ্মপুত্র নদে পানিতে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু

জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে গোসলের সময় পানিতে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। রোববার দুপুরে পৌরসভার ছনকান্দা এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- জামালপুর পৌরসভার ছনকান্দা গ্রামের তপন আহাম্মেদ এজাজের পুত্র আফিফ আহমেদ রাহি, ফরিদুল হকের পুত্র তাজিন এবং রাজা মিয়ার পুত্র রওশন আহমেদ রোশন। এরমধ্যে রোশন ঢাকার মোহাম্মদপুর পিপারেটরী স্কুলের নবম শ্রেণি ছাত্র। আফিফ আহমেদ রাহি জামালপুর জিলা স্কুলের দশম শ্রেণি এবং তাজিন একই স্কুলের নবম শ্রেণির ছাত্র। 

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, দুপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করার সময় সাতজনের মধ্যে পাঁচজন নিখোঁজ হয়। দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে। কিন্তু সাঁতার না জানায় নিখোঁজ হয় তিনজন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকালে তিনজনের মরদেহ উদ্ধার করে। 

নিহতের স্বজন ও স্থানীয়দের অভিযোগ, অবৈধ ড্রেজার মেশিনে বালি উত্তোলনের কারণে সৃষ্ট গর্তে ডুবে তিন শিক্ষার্থী নিহত হয়েছে। নদীর যে স্থানে শিক্ষার্থীরা ডুবে যায় সেখানে পানি গভীর নয়। বালি উত্তোলনের গর্তে পড়েই তারা নিহত হন।

প্রত্যক্ষদর্শী জানান, পানিতে ফুটবল নিয়ে খেলার সময় একজন বালি তোলা গর্তে পড়ে ডুবে যায়। তাকে বাঁচাতে গিয়ে অন্যরাও গর্তে ডুবে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তিন শিক্ষার্থী নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন কর হবে। নিহত প্রত্যেক পরিবারকে সব ধরনের সহায়তা দেয়া হবে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের