শনিবার,

২৮ ডিসেম্বর ২০২৪,

১৩ পৌষ ১৪৩১

শনিবার,

২৮ ডিসেম্বর ২০২৪,

১৩ পৌষ ১৪৩১

Radio Today News

বিকল জাহাজের যাত্রীরা নিরাপদে পৌঁছেছেন কক্সবাজার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:৪৯, ২৭ ডিসেম্বর ২০২৪

Google News
বিকল জাহাজের যাত্রীরা নিরাপদে পৌঁছেছেন কক্সবাজার

সেন্টমার্টিন থেকে ফেরার পথে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূলীয় সাগরে পর্যটকবাহী জাহাজের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি এবং স্থানীয় জেলেরা উদ্ধার তৎপরতায় ৫৯ জন যাত্রী নিরাপদে কক্সবাজারে ফিরেছেন।

গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে দুটি বাসে করে তাদের কক্সবাজার পৌঁছানো হয়।

জানা গেছে, জাহাজটি টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পিনিচভাঙ্গা নামক উপকূলে এসে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে জেনারেটর বিকল হয়ে পড়ে। ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

জাহাজটির কক্সবাজারের ব্যবস্থাপক মোহাম্মদ সুলতান জানান, সেন্টমার্টিন থেকে যাত্রা শুরুর পর টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় জাহাজটি পৌঁছালে এই সমস্যার সৃষ্টি হয়। কক্সবাজার পৌঁছাতে আরও চার থেকে পাঁচ ঘণ্টা প্রয়োজন ছিল। রাতের অন্ধকারে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে জাহাজটি বাহারছড়া এলাকায় নোঙর করা হয়। এরপর পর্যটকদের সেখান থেকে বাসের মাধ্যমে কক্সবাজারে ফিরিয়ে আনা হয়।

এর আগে, সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ জেটি ঘাট থেকে এমভি গ্রিন লাইন জাহাজটি সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা শুরু করে। দুপুরের আগে সেন্টমার্টিন পৌঁছানোর পর বিকেল ৪টার দিকে কক্সবাজার ফেরার পথে এটি ইঞ্জিন বিকলের কবলে পড়ে।

ইঞ্জিন বিকলের কারণে সন্ধ্যা সোয়া ৭টার দিকে কচ্ছপিয়া উপকূলের কাছাকাছি এসে জাহাজটি আটকা পড়ে। ক্রুরা দ্রুত ট্যুরিস্ট পুলিশ এবং স্থানীয় কোস্টগার্ড স্টেশনকে ঘটনাটি জানান। সোয়া ৮টার দিকে উদ্ধার অভিযান শুরু হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের