বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

Radio Today News

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় চালক নিহত ও হেলপার আহত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:২৭, ২৫ ডিসেম্বর ২০২৪

Google News
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় চালক নিহত ও হেলপার আহত

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় চালক নিহত ও চালকের সহকারী হেলপার গুরুতর আহত হয়েছে। আজ বুধবার (২৫ ডিসেম্বর) ভোর ৫টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ি আলিশা ফুড অ্যান্ড বেভারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঘোড়াঘাট থানা পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বুধবার ভোরের দিকে পঞ্চগড়ের বোদা থেকে বগুড়া-শেরপুরগামী একটি ধানবাহী ট্রাক ঢাকা মেট্রো দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ি আলিশা ফুড অ্যান্ড বেভারেজের সামনে দাঁড়িয়ে থাকা অজ্ঞাতনামা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই চালক নিহত হন ও চালকের সহকারী গুরুতর আহত হন। আহত হেলপারকে উদ্ধার করে স্থানীয় ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হয়। দুর্ঘটনার পর দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে যায়।

নিহত ট্রাক চালক বগুড়া জেলার শেরপুর উপজেলা সদরের ইসমাইল হোসেন (৬০) ও আহত হেলপার একই জেলার ধুনট উপজেলার বেরইবাড়ী গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে বাবু মিয়া (৪৫)।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন, ‘দুর্ঘটনার পর দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে যায়। ধানবাহী ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা আসছে। নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে তাদের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের