শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

Radio Today News

বিএসএফের হাতে ‘আটক’ ১৩ বাংলাদেশির বিষয়ে তথ্য মিলছে না

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:৫০, ২৫ ডিসেম্বর ২০২৪

Google News
বিএসএফের হাতে ‘আটক’ ১৩ বাংলাদেশির বিষয়ে তথ্য মিলছে না

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সোনাটিলা সীমান্তে বিএসএফের হাতে আটক ১৩ বাংলাদেশির বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল মান্নান জানান, রোববার রাতে ১৩ জনকে ধরে নিয়ে যাওয়ার পর পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে যোগাযোগ করেন। আটকরা গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। বিএসএফ কেন ধরে নিয়ে গেছে, তা জানা যায়নি। তবে বিএসএফ আটকদের জোয়াই থানায় হস্তান্তর করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

লোকমুখে আটকের কথা জানলেও অভিযোগ না করায় বিজিবি ও পুলিশ ভুক্তভোগীদের নাম-ঠিকানা পায়নি। এমনকি বিএসএফের সঙ্গেও যোগাযোগ করতে পারছে না।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, মঙ্গলবার পর্যন্ত কেউ অভিযোগ করেনি। সঠিক তথ্য না থাকায়  বিএসএফের সঙ্গে তারা যোগাযোগ করতে পারছেন না।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের