সোমবার,

২৩ ডিসেম্বর ২০২৪,

৯ পৌষ ১৪৩১

সোমবার,

২৩ ডিসেম্বর ২০২৪,

৯ পৌষ ১৪৩১

Radio Today News

জামালপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে হাসপাতাল ও বিএনপি কার্যালয়ে হামলা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৩৬, ২৩ ডিসেম্বর ২০২৪

Google News
জামালপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে হাসপাতাল ও বিএনপি কার্যালয়ে হামলা

জামালপুর শহরের বেসরকারি এম এ রশিদ হসপিটাল ও বিএনপির কার্যালয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা মামলার প্রধান আসামি এম শুভ পাঠানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

গতকাল রাতে রাজধানী ঢাকার গুলশানের একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন- জামালপুর জেলা যুবদলের সাবেক সহসম্পাদক এম শুভ পাঠান, তার সহকর্মী রিপন হোসেন হৃদয়, মাসুম মিয়া, রাজু ও ঝুটন মিয়া। গ্রেপ্তার সকল আসামি জামালপুর শহরের বাসিন্দা।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানায়, গত ২৯ নভেম্বর রাতে জামালপুর শহরের সরদারপাড়ায় বেসরকারি হাসপাতাল এম এ রশিদ ও জেলা বিএনপির কার্যালয়সহ মোট তিনটি জায়গায় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে আসামিরা। সেই সময় ঘটনাটি শহরে ব্যাপক আলোড়ন তৈরি করে। এ ঘটনায় মামলার পর থেকে তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ। গত রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তবে অস্ত্র উদ্ধার করতে না পারায় আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানান তিনি।

বেসরকারি হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায় গত ৩০ নভেম্বর হাসপাতালটির পরিচালক ও একজন কর্মচারী পৃথক দুটি মামলা দায়ের করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের