রোববার,

২২ ডিসেম্বর ২০২৪,

৮ পৌষ ১৪৩১

রোববার,

২২ ডিসেম্বর ২০২৪,

৮ পৌষ ১৪৩১

Radio Today News

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:৩৭, ২২ ডিসেম্বর ২০২৪

Google News
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় সৃষ্ট নিম্নচাপটি পূর্ব-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে গেছে এবং শনিবার রাতে এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর ফলে সমুদ্রবন্দরগুলোতে জারি করা সতর্ক সংকেত তুলে নেওয়া হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে দেশের বিভিন্ন স্থানে আবার বৃষ্টি হতে পারে। তবে সোমবার দিনের শুরু থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

শনিবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

রোববার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়বে, তবে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। সোমবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

কয়েক দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের