শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪,

৭ পৌষ ১৪৩১

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪,

৭ পৌষ ১৪৩১

Radio Today News

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ৫

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৫৫, ১৯ ডিসেম্বর ২০২৪

Google News
কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ৫

কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের হাজির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ৫ জন চট্টগ্রামমুখি সিএনজি অটোরিকশা যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে ৪ জনের আংশিক পরিচয় পাওয়া গেলেও বাকি একজনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

নিহতের মধ্যে একজন সিএনজি চালক। তিনি পেকুয়ার ধনিয়াকাটার ছৈয়দ আলমের পুত্র মনিরুল মান্নান। অপর তিনজন হলেন- চট্টগ্রামের হাটহাজারী এলাকার ফিরোজ ও তার স্ত্রী শারমিন এবং তাদের শিশু সন্তানও রয়েছে। নিহত অপর জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়ার যায়নি।

স্থানীয়রা জানায়, পেকুয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে হাজি বাজার এলাকায় গেলে বিপরীতমুখী ড্রাম্পারের ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চারজনের মৃত্যু হয়। অপর নিহত শিশু চট্টগ্রামে নেয়ার পথে মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন স্বজনরা।

বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানা পুলিশ পরিদর্শক (ওসি) মো. সিরাজুল মোস্তফা জানান, টইটং এর হাজির বাজার এলাকায় সিএনজি আটোরিকশা ও ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জন নিহত হয়। ঘটনাস্থলে থেকে ডাম্পারটি জব্দ করা হয়। ডবে ডাম্পারের চালক পলাতক।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের