শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪,

৭ পৌষ ১৪৩১

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪,

৭ পৌষ ১৪৩১

Radio Today News

খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে আহত ২০

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৬, ১৯ ডিসেম্বর ২০২৪

Google News
খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে আহত ২০

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে দিকে খাগড়াছড়ির আলুটিলা পূর্নবাসন নামক স্থানে এ ঘটনা ঘটে। 

জানা যায়, পর্যটকবাহী বাসটি বুধবার রাতে ঢাকা থেকে সাজেকের উদ্দেশ্যে ৪০ জন যাত্রী নিয়ে রওনা হয়। বৃহস্পতিবার ভোরে খাগড়াছড়ি আলুটিলা পুনর্বাসন এলাকায় পৌঁছালে গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এতে ২০ জন যাত্রী আহত হন। তারা সবাই রাজবাড়ীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার বাসিন্দা।

আহতদের পুলিশ. ফায়ার সার্ভিসের কর্মীরা, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়ে দেন। আহতরা সকলে সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক মো. মীর মোশারফ হোসেন জানান, আহদের সবাইকে চিকিৎসা দেয়া হচ্ছে। ২/৩ জন রোগী ছাড়া কেউ বড় ধরনের আহত হননি।

সবাই খাগড়াছড়ি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফিরতে পারবেন বলেও জানান তিনি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের