বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

Radio Today News

নোয়াখালীকে বিভাগ দাবি করে ঢাকায় মানববন্ধন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৫, ১৩ ডিসেম্বর ২০২৪

Google News
নোয়াখালীকে বিভাগ দাবি করে ঢাকায় মানববন্ধন

নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণার দাবিতে ঢাকায় মানববন্ধন করেছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ। গত বুধবার (১১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা বলেন, নোয়াখালী বিভাগের জন্য এভাবে দাঁড়াতে হবে এটা আমাদের জন্য দুঃখজনক। নোয়াখালী আয়তনে খুলনার থেকেও বড় তবুও এটাকে বিভাগ করা হয়নি।

নোয়াখালীকে বিভাগ করার জন্য আমাদের যা যা করা দরকার, আমরা করব।

তারা বলেন, বিগত সরকার আমাদের কথা দিয়েছিল নোয়াখালীকে বিভাগ করবে, কিন্তু তারা সে কথা রাখেনি। বিভাগ না করে আমাদেরকে রোহিঙ্গা উপহার দেওয়া হয়েছে।

বর্তমান সরকারের উদ্দেশে আয়োজকরা বলেন, নোয়াখালীর আয়তন এবং অন্যান্য দিক বিবেচনা করে বিভাগ হিসেবে ঘোষণা করুন।

ঢাকায় নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক সময় মুরাদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান রাসেল, যুগ্ম আহ্বায়ক মো. শাহজালাল, সদস্য দাউদ ইব্রাহীম প্রমুখ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের