বৃহস্পতিবার,

১২ ডিসেম্বর ২০২৪,

২৮ অগ্রাহায়ণ ১৪৩১

বৃহস্পতিবার,

১২ ডিসেম্বর ২০২৪,

২৮ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

গুরুতর অসুস্থ আবু সাঈদের বাবা, হেলিকপ্টারে আনা হলো সিএমএইচে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:০৪, ১১ ডিসেম্বর ২০২৪

Google News
গুরুতর অসুস্থ আবু সাঈদের বাবা, হেলিকপ্টারে আনা হলো সিএমএইচে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের অসুস্থ বাবা মকবুল হোসেন গুরুতর অসুস্থ। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়েছে।

আজ বুধবার (১১ ডিসেম্বর) হেলিকপ্টার যোগে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে স্থানান্তর করার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানায় সেনাবাহিনী।

জানা গেছে, গত ৭ ডিসেম্বর শহীদ আবু সাঈদের বাবা জ্বর এবং পেটের পীড়া নিয়ে রংপুর সিএমএইচে ভর্তি হন। পরবর্তীতে গতকাল বেলা ৩টায় হৃদযন্ত্রের উন্নত চিকিৎসার জন্য তাকে আর্মি অ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নততর চিকিৎসার জন্য শহীদ আবু সাঈদের বাবাকে গতকাল দিবাগত রাতে আর্মি হেলিকপ্টার যোগে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়।

এদিকে, তার পরিবারের পক্ষ থেকে জানা গেছে, মকবুল হোসেনের হৃদরোগ, কিডনিসহ নানা জটিলতা দেখা দিয়েছে বলে পারিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের