বৃহস্পতিবার,

১২ ডিসেম্বর ২০২৪,

২৮ অগ্রাহায়ণ ১৪৩১

বৃহস্পতিবার,

১২ ডিসেম্বর ২০২৪,

২৮ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

আবারও শীত জেঁকে বসেছে হিমালয়কন্যা তেঁতুলিয়ায়

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:১৩, ৯ ডিসেম্বর ২০২৪

Google News
আবারও শীত জেঁকে বসেছে হিমালয়কন্যা তেঁতুলিয়ায়

আবারও শীত জেঁকে বসেছে হিমালয়কন্যা তেঁতুলিয়ায়। সোমবার সকালে ২ ডিগ্রি কমে ১০-এর ঘরে নেমে এসেছে তাপমাত্রা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষক ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, সোমবার সকাল ৬টায় ১০.৯ এবং সকাল ৯টায় ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

ভোরে বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, শীতকে উপেক্ষা করেই চা শ্রমিক ও পাথর শ্রমিকরা ছুটছেন কাজের উদ্দেশে। হালকা কুয়াশা ভেদ করে সূর্যের কিরণ ছড়ালেও অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা। এদিকে সন্ধ্যার পর থেকেই শুরু হয় ঠান্ডা বাতাস। রাত বাড়তে থাকলে বাড়ে কনকনে শীতের প্রকোপ।

এ বিষয়ে তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষক ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, আগের তুলনায় তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করলেও তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা চলমান। আজ সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। গত দুইদিনে তেঁতুলিয়ার তাপমাত্রা ছিল, শনিবার (৭ ডিসেম্বর) ১২ দশমিক ৬ সেলসিয়াস, রোববার (৮ ডিসেম্বর) ১২ ডিগ্রি সেলসিয়াস।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের