বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

Radio Today News

আধিপত্য বিস্তার দ্বন্দ্বে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৪৬, ৭ ডিসেম্বর ২০২৪

Google News
আধিপত্য বিস্তার দ্বন্দ্বে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

নরসিংদীর রায়পুরায় দুই পক্ষের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে সংঘর্ষে দু’জন নিহত ও ১০ জন আহত হয়েছে। শনিবার সকালে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার। 

নিহতরা হলেন, চান্দেরকান্দি ইউপি সদস্য মানিক মিয়া (৫৫) ও সাবেক নারী ইউপি সদস্য কল্পনা বেগম (৩২)। মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। কল্পনা বেগম একই ইউনিয়নের সাবেক নারী ইউপি সদস্য। তারা উভয়ই স্থানীয় রুবেল পক্ষের অনুসারী। 

আহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন, আমির হোসেন (২১) ও রাব্বি মিয়া (২৪)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে সংঘর্ষে রুবেলের চাচা মানিক মিয়া পাশের চান্দেরকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার বশির উদ্দিনের বাড়িতে আশ্রয় নেন। এ সময় হারুন অর রশিদের সমর্থকরা তাকে বশির উদ্দিনের উঠানে কুপিয়ে হত্যা করে বলে জানা যায়। 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আব্দুল জব্বার বলেন, দুই গ্রুপের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে ভোর থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। দু’জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ এখনও পৌঁছাতে পারেনি। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের