বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার,

২৬ ডিসেম্বর ২০২৪,

১২ পৌষ ১৪৩১

Radio Today News

আইনজীবী সাইফুল ইসলাম হত্যা, প্রধান আসামি চন্দন গ্রেপ্তার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:০৮, ৫ ডিসেম্বর ২০২৪

Google News
আইনজীবী সাইফুল ইসলাম হত্যা, প্রধান আসামি চন্দন গ্রেপ্তার

চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে ভৈরব থানার ওসি মো. শাহিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে।

চন্দন চট্টগ্রামের বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার মৃত ধারীর ছেলে। পুলিশ জানায়, তিনি ট্রেন থেকে নেমে ভৈরবের মেথরপট্টিতে অবস্থিত শ্বশুরবাড়ি যাওয়ার পথে ছিলেন। চন্দন এই মামলার ১নং আসামি। বর্তমানে তাকে ভৈরব থানা হেফাজতে রাখা হয়েছে।

ওসি শাহিন জানান, ঘটনার পর থেকে চট্টগ্রাম ডিবি পুলিশ চন্দনকে গ্রেপ্তার করার জন্য ভৈরবে অবস্থান করছিল। তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানা যায়, তিনি ভৈরবের শ্বশুরবাড়ির আশপাশে অবস্থান করছেন। এরপর পুলিশ সন্ধ্যা থেকে ভৈরব রেলস্টেশনে অবস্থান নেয়। রাত ১১টার দিকে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে রেলস্টেশন থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ওসি আরও জানান, চন্দন ট্রেনে চট্টগ্রাম থেকে রওনা হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় ভৈরব রেলস্টেশনে পৌঁছান। তিনি স্টেশনে কিছু সময় ঘোরাঘুরি করেন এবং রাত গভীর হলে শ্বশুরবাড়ি আশ্রয় নিতে চেয়েছিলেন। এই অবস্থায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

চন্দন বর্তমানে থানা হেফাজতে রয়েছেন এবং চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশকে অবগত করা হয়েছে। পুলিশ তাকে চট্টগ্রাম হস্তান্তর করবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের