চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার ঘটনায় ৩১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) নিহত সাইফুল ইসলাম আলিফের বাবা জামাল উদ্দিন চট্টগ্রাম কোতোয়ালি থানায় এই মামলা করেন।
এছাড়া, আদালতে আইনজীবী ও পুলিশের ওপর হামলা এবং ভাঙচুরের ঘটনায় নিহত আলিফের ভাই আরেকটি মামলা করেছেন। ওই মামলায় ১১৬ জনকে আসামি করা হয়েছে।
এর আগে, সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে আরও তিনটি মামলা করা হয়েছিল। গত মঙ্গলবার সংঘটিত ওই সহিংসতার পর পুলিশ বাদী হয়ে মামলাগুলো করে। এসব মামলায় ৭৬ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং ১ হাজার ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হওয়া ৩৮ জনের মধ্যে ৯ জন আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলে নিশ্চিত হওয়া গেছে।
রেডিওটুডে নিউজ/আনাম