শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪,

১৩ পৌষ ১৪৩১

শুক্রবার,

২৭ ডিসেম্বর ২০২৪,

১৩ পৌষ ১৪৩১

Radio Today News

রাতারাতি নির্বাচন হয়ে গেলে সিস্টেমের পরিবর্তন হবে না: নূর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪৫, ২৯ নভেম্বর ২০২৪

Google News
রাতারাতি নির্বাচন হয়ে গেলে সিস্টেমের পরিবর্তন হবে না: নূর

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, রাতারাতি নির্বাচন হয়ে গেলে এই সিস্টেমের পরিবর্তন হবে না। এইজন্য আমরা বলছি এই সরকারকে অন্তত দুই বছর থেকে সেই পরিবেশটা তৈরি করতে হবে।

শুক্রবার দুপুরে পটুয়াখালীর গলাচিপা উপজেলার অফিসার্স ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের স্মরণে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে অসহিষ্ণুতা আছে। আমরা একটি নিরপেক্ষ প্রশাসন আশা করি। 

নুরুল হক নূর বলেন, আমরা সবাই যার যার সুবিধা পদ-পদবি কিংবা রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে ব্যস্ত হয়ে গেছি। কিন্তু যে মানুষগুলো জীবন দিলো, তাদের পরিবারের খোঁজ খবর ওইভাবে তারা নিচ্ছে না। রাজনৈতিক দলগুলোর কথা বলছে। শহীদ পরিবার অভিযোগ করেছে পুলিশ শহীদের কাগজ নিতে এক হাজার টাকা চেয়েছে এটা খুবই হতাশাজনক।

তিনি বলেন, আমি আমাদের দলের পক্ষ থেকে প্রত্যেক শহীদ পরিবারকে এক লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দিবো।

সভায় আরো বক্তব্য রাখেন শহীদ আতিকের বাবা শাহ আলম হাওলাদার, শহীদ সাগর গাজীর ভাই সোহাগ গাজী, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার ও গলাচিপা উপজেলা শ্রমিক অধিকারের সদস্য সচিব আমীর হোসেন।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন মেজর মুহিত, গলাচিপা থানার ওসি মো. আসাদুর রহমান, গলাচিপা উপজেলা জামায়েতের আমির জাকির হোসেন, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোহরাব মিয়াসহ শহীদ পরিবারের সদস্যরা।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের