গত তিনদিন ধরে পঞ্চগড়ে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করার পর বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দেশের সবচেয়ে উত্তরের এ জেলায় তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা আরও বাড়ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, গত তিনদিনে ১৩ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা স্থিত থাকলেও আজ (বৃহস্পতিবার) ভোর ৬টায় তা কমে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। তিনি আরও জানান, দিন যত যাবে তাপমাত্রা আরও কমে শীতের তীব্রতা বাড়বে।
এদিকে, ভোর থেকে পঞ্চগড়ের বিভিন্ন অঞ্চলে কুয়াশা ভেদ করে সূর্যের কিরণ ছড়ালেও কনকনে শীত অনুভূত হচ্ছে। শীতের তীব্রতায় পাথর শ্রমিক, দিনমজুর, চা শ্রমিকসহ বিভিন্ন শ্রমজীবী মানুষদের কাজ করতে দেখা গেছে।
স্থানীয়রা জানান, শীতের কারণে ভোরে খেতের বিভিন্ন কাজ, যেমন ফুলকপি, ধনিয়াপাতা, লাউ শাক তোলার সময় গাছের পাতায় জমা শিশিরের ঠান্ডায় হাত অবশ হয়ে যাচ্ছে। গৃহিণীরা বলছেন, শীতের তীব্রতা দিন দিন বাড়ছে, বাইরে কাজ করতে কষ্ট হচ্ছে এবং সামনে আরও শীত বাড়বে বলে তারা আশঙ্কা করছেন।
রেডিওটুডে নিউজ/আনাম