হিন্দু নির্যাতন-নিপীড়ন, মঠ-মন্দিরে হামলার প্রতিবাদসহ ৮ দাবি আদায়ে রংপুরে বিভাগীয় সমাবেশ হয়েছে। শুক্রবার বিকেলে রংপুরের মাহিগঞ্জ ডিগ্রি কলেজ মাঠের সমাবেশে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন, দেশ থেকে হিন্দুদের উৎখাতের চেষ্টা হলে, তার পরিণতি ভালো হবে না।
তিনি বলেন, ৫ আগস্টের পর অনেক কিছুর পরিবর্তন হয়েছে। পরীক্ষা ছাড়াই পাস মিলছে। আন্দোলনের মাধ্যমে অনেক বিষয়ে স্বীকৃতি মিললেও, তিন মাসে সনাতনীদের কোনো বিষয়ের সমাধান হয়নি। এখনও বাড়িঘর লুট এবং হিন্দুদের চাকরি হারাতে হচ্ছে। মনে রাখবেন, যত নিপীড়ন আসবে, সনাতনীরা তত ঐক্যবদ্ধ হবে।
চিন্ময়ের অভিযোগ, রংপুরের পুলিশ সুপারের নির্দেশে আমাদের হোটেলে থাকতে দেওয়া হয়নি। জেলা প্রশাসক আমাদের সঙ্গে দেখা পর্যন্ত করেননি। সমাবেশে আসার পথে দিনাজপুর ও জলঢাকা থেকে ছেড়ে আসা বাস ফেরত পাঠানো হয়েছে। বাধা দেওয়া হয়েছে কুড়িগ্রামে; রংপুরের কাউনিয়ায় হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করছি।
হিন্দুদের উদ্দেশে তিনি বলেন, আমরা এসব প্রশ্রয় দিলে, বাংলাদেশ হবে ইরাক, লিবিয়া ও সিরিয়ার মতো। কোনো সরকার স্থায়ী ক্ষমতায় থাকতে পারবে না। বাংলাদেশ আমার মায়ের মতো। আমরা এখানে জন্মেছি, এখানেই থাকব। কোথাও যাব না।
সমাবেশে বক্তৃতা করেন সনাতনী বিদ্যার্থী সংসদের প্রতিষ্ঠাতা বরণ কুশল চক্রবর্তী, চট্টগ্রামের গিরি আশ্রমের অধ্যক্ষ স্বামী ওমেশানন্দ গিরি মহারাজ, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের স্বামী বিপ্রানন্দ জী, শ্রী শ্রী গোপীনাথ ব্রহ্মচারী প্রমুখ।
আয়োজকরা জানান, বেলা ৩টায় সমাবেশ শুরু হয়। দুপুরের আগেই মাঠে প্রায় ৫০ হাজার মানুষ উপস্থিত হন।