বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪,

৭ অগ্রাহায়ণ ১৪৩১

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪,

৭ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

অটোরিকশা-পিকআপের সংঘর্ষে শিশুসহ চার জন নিহত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০২, ১৩ নভেম্বর ২০২৪

Google News
অটোরিকশা-পিকআপের সংঘর্ষে শিশুসহ চার জন নিহত

শেরপুরে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে নারী ও শিশুসহ চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। 

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার নকলা উপজেলার পাইস্কা বাইপাস এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার তোফাজ্জল হোসেনের মেয়ে তায়েবা (১০), শেরপুর সদর উপজেলার পলাশিয়া এলাকার সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া (১৫), ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা এলাকার সুলতান মিয়ার মেয়ে সুবিনা আক্তার (২০) এবং ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার উত্তর শাহাপুর এলাকার আবুল কাশেমের ছেলে আলাল উদ্দিন (৩৫)।

আহতরা হলেন- নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লাউদানা এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে আদনান ছাবিত (৩) ও মেয়ে তোবা আক্তার (১৬), তোফাজ্জল হোসেনের স্ত্রী উম্মে সালমা (৪০)।

স্থানীয়রা জানান, পিকআপটি ময়মনসিংহ থেকে শেরপুরের দিকে আসছিলো। আর অটোরিকশাটি ময়মনসিংহ যাচ্ছিলো। ওই স্থানে দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুই জন মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ যাওয়ার পথে আরও দুই জন মারা যায়।

নকলা থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর তথ্য আছে। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের