বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪,

৭ অগ্রাহায়ণ ১৪৩১

বৃহস্পতিবার,

২১ নভেম্বর ২০২৪,

৭ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

সেন্টমার্টিনের ছয় জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫৮, ১৩ নভেম্বর ২০২৪

Google News
সেন্টমার্টিনের ছয় জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

মিয়ানমারের রাখাইন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যদের বিরুদ্ধে নাফ নদের মোহনায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে চলাচলরত দুটি ট্রলারসহ ছয় জনকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার রড-সিমেন্টসহ মালামাল নিয়ে টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে এই ঘটনা ঘটে।

তিনি বলেন, মঙ্গলবার টেকনাফ থেকে দুইটি ট্রলার রড-সিমেন্টসহ মালামাল নিয়ে সেন্টমার্টিন যাওয়ার পথে আরকান আর্মি সদস্যরা বঙ্গোপসাগরের নাফ নদের মোহনা থেকে ছয় জনকে ধরে নিয়ে যায়। অপহৃতরা সেন্টমার্টিনের বাসিন্দা। ওই দুটি ট্রলারের মধ্যে তারও একটি আছে। এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।

সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা নুর আলম বলেন, টেকনাফ থেকে দ্বীপের আসার পথে দুটি ট্রলার ধরে নিয়ে গেছে। সেখানে ট্রলারে ছয় জন মানুষ রয়েছে। এ ঘটনায় পরিবারে আতঙ্ক দেখা দিয়েছে। 

এ ব্যাপারে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, মালামাল ভর্তি দুটি ট্রলারসহ ছয় জনকে মিয়ানমারে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। তবে কারা, কীভাবে এ ঘটনা ঘটিয়েছে তার খোঁজ নিচ্ছি।

তবে এ ধরনের ঘটনার বিষয়ে কেউ অবগত করেন নাই বলে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মহিইদ্দীন আহমেদ।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের