বুধবার,

১৩ নভেম্বর ২০২৪,

২৯ কার্তিক ১৪৩১

বুধবার,

১৩ নভেম্বর ২০২৪,

২৯ কার্তিক ১৪৩১

Radio Today News

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৩০ কি.মি. যানজট

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:২৬, ১০ নভেম্বর ২০২৪

Google News
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৩০ কি.মি. যানজট

গাজীপুরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে টানা ২৭ ঘণ্টা ধরে টিএনজেড গ্রুপের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ৩০ কিলোমিটার এলাকা জুড়ে আটকে আছে হাজারও যানবাহন।

রোববার দুপুর ১২টায়ও মহাসড়ক থেকে সরেননি শ্রমিকরা। সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদেরকে বুঝিয়ে তাদের সিদ্ধান্ত থেকে সরাতে পারেনি। এর আগে শনিবার সকাল পৌনে ৯টা থেকে শ্রমিকদের অবরোধ শুরু হয়।

গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, ‘মহাসড়কে অবস্থান নিয়ে সারারাত আন্দোলন করেছেন শ্রমিকরা। প্রায় ২৭ ঘণ্টা মহাসড়কে শ্রমিকেরা অবস্থান করে অবরোধ তৈরি করে রেখেছেন। এ কারণে মহাসড়কের উভয় পাশে অন্তত ৩০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে চলাচলকারী যাত্রীরা বিকল্প পথে চলাচল করছেন।  যানজটে আটকা পড়া পণ্যবাহী যানবাহনের মধ্যে পচনশীল পণ্য রয়েছে। যাত্রীবাহী অনেক বাস থেকে যাত্রীরা নেমে পায়ে হেঁটে বা বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছেন, ফলে অনেক যানবাহন যাত্রীশূন্য অবস্থায় দাঁড়িয়ে আছে।’

শ্রমিকরা জানান, টিএনজেড গ্রুপের পাঁচ কারখানা ১২০০ শ্রমিকের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। এ নিয়ে কর্তৃপক্ষ নানা টালবাহানা করছে। বাধ্য হয়ে তারা টানা এ আন্দোলন করছেন। বকেয়া বেতন নিয়েই তারা ঘরে ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা দফায় দফায় তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু শ্রমিকরা তাদের সিদ্ধান্তে অনড় রয়েছেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, কয়েক দফা শ্রমিকদের সঙ্গে আমরা আলোচনা করেছি। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত তাদের বকেয়া আদায়ের ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু অতীতে মালিকপক্ষ কথা রাখেনি, এমন অভিযোগ তুলে শ্রমিকেরা অবরোধ তুলছেন না।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের