ছবি: রেডিও টুডে
“চলো নদীর কথা শুনি”- এই শ্লোগানে প্রকৃতি-পরিবেশ-প্রতিবেশ রক্ষায় কুড়িগ্রামে নদী সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ নভেম্বর) দুপুরে ধরলা নদী তীরে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও রিভারাইন পিপল এর পৃষ্ঠপোষকতায় প্রকৃতি-পরিবেশ-প্রতিবেশ রক্ষায় নদী সংলাপের আয়োজন করে।
এসময় পরিবেশ সংগঠন ‘বেলা’র নির্বাহী পরিচালক ও সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তরে উপর পরিচালক মেছবাহ উল আলম, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ডীন অধ্যাপক তুহিন ওয়াদুদ, পিপি অ্যাডভোকেট আব্রাহাম লিংকন. জেলা মৎস্য কর্মকর্তা কালীপদ রায়সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তারা নদী রক্ষা ও দখল মুক্তকরণ ও পরিবেশ সুরক্ষায় দেশের সকলকে এগিয়ে আসার আহবান জানান।
রেডিওটুডে নিউজ/ইকে