গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ ও তার দোসরদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুর। এসব নেতাদের দ্রুত গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থতার পরিচয় দিলে ছাত্র জনতা সকল স্বড়যন্ত্র রুখে দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন নুর।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে নিজ দলের বিভাগীয় সমাবেশে এক কথা বলেন তিনি।
সমাবেশে নুর বলেন, ‘ফ্যাসিবাদের আস্ফালন এখনো থামেনি। তারা মাথা চাড়া দিয়ে ওঠার ষড়যন্ত্র করছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার কাজে সহযোগিতা করে সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি করেন তিনি। এ সময় আবু সাঈদের স্বপ্ন মাখা উত্তরাঞ্চলকে এগিয়ে নিতে গণ অধিকার পরিষদ কাজ করে যাবে। সমাবেশে যোগ দিয়ে প্রধান বক্তা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্যান্যরাও জাতীয় পার্টির কড়া সমালোচনা করেন।
সমাবেশে গণ অধিকার পরিষদের বিভাগীয় সমন্বয়কারী হানিফ খান সজীবসহ বিভাগের আট জেলার নেতৃবৃন্দ ও দুই হাজারের মতো কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
এদিকে, একই সময়ে গণ অধিকার পরিষদকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নগরীর সেন্ট্রাল রোডে দলের নিজ কার্যালয়ে সামনে যৌথ কর্মী সমাবেশে করেছে জাতীয় পার্টি।
এমএমএইচ/রেডিওটুডে