বৃহস্পতিবার,

০২ জানুয়ারি ২০২৫,

১৯ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার,

০২ জানুয়ারি ২০২৫,

১৯ পৌষ ১৪৩১

Radio Today News

নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে পিডিবি অফিসে ডাকাতি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৪৭, ৮ নভেম্বর ২০২৪

Google News
নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে পিডিবি অফিসে ডাকাতি

হবিগঞ্জ শহরে বাংলাদেশ বিদুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে শহরের সিনেমা হল এলাকায় বিপিডিবি কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ডাকাতির খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে ডাকাতির সঙ্গে সংশ্লিষ্টদের ব্যাপারে এখনও সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি।

স্থানীয়রা জানান, নির্বাহী প্রকৌশলীর কার্যালায়ে একটি সংঘবদ্ধ ডাকাত দল কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। পরে নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে নির্বাহী প্রকৌশলীর কক্ষসহ অফিসের বিভিন্ন কক্ষের তালা ভেঙে তছনছ করে। এক পর্যায়ে ডাকাত দল সিসিটিভি ফুটেজের হার্ড ডিস্কসহ গুরুত্বপূর্ণ মালপত্র নিয়ে চলে যায়। খবর পেয়ে সদর মডেল থানার এক দল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

এ ব্যাপারে সংশ্লিষ্ট অফিসের নৈশপ্রহরী কাজী আব্দুল মুমিন জানান, মুখোশ পরিহিত ডাকাত দলের ৩ সদস্য তালা ভেঙে অফিসে প্রবেশ করে। তাদের হাতে ছিল দেশীয় অস্ত্র। ডাকাত দলের সদস্যরা তার কাছে বারবার জানতে চায়, অফিসের টাকা কোথায় রাখা হয়। পরে তারা অফিসের কিছু মাল নিয়ে চলে যায়।

হবিগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী মনজুর মোর্শেদ জানান, অফিসে কোনো টাকা না থাকায় ডাকাত দল নিতে পারেনি। তবে তারা সিসিটিভি ফুটেজের হার্ড ডিস্কসহ গুরুত্বপূর্ণ মালপত্র নিয়ে গেছে।

এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবীর জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। এ ব্যাপারে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের