বুধবার,

২৭ নভেম্বর ২০২৪,

১৩ অগ্রাহায়ণ ১৪৩১

বুধবার,

২৭ নভেম্বর ২০২৪,

১৩ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ, আগামী তিনদিন যেমন থাকবে আবহাওয়া

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:১৮, ৭ নভেম্বর ২০২৪

Google News
দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ, আগামী তিনদিন যেমন থাকবে আবহাওয়া

আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, সেই সঙ্গে তিন বিভাগে বৃষ্টিও হতে পারে। বৃহস্পতিবার সকালে দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি জানায়, মৌসুমের স্বাভাাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ অবস্থায় শুক্রবার সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

শনিবার সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিপাত ও তাপমাত্রা আগের দিনের মতোই থাকবে।

তিন মাসে অন্তর্বর্তী সরকার কার্যকরী ভূমিকা রেখেছে: মির্জা ফখরুলতিন মাসে অন্তর্বর্তী সরকার কার্যকরী ভূমিকা রেখেছে: মির্জা ফখরুল
রোববার সকাল ৯টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের প্রথমার্ধেদেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের