মঙ্গলবার,

২৮ জানুয়ারি ২০২৫,

১৫ মাঘ ১৪৩১

মঙ্গলবার,

২৮ জানুয়ারি ২০২৫,

১৫ মাঘ ১৪৩১

Radio Today News

ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনে নিহত এক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৪২, ৪ নভেম্বর ২০২৪

Google News
ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনে নিহত এক

ময়মনসিংহ নগরীর রহমতপুর বাইপাস সড়ক এলাকায় একটি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন।

সোমবার দুপুর সোয়া ২টার দিকে নগরীর আজাহার ফিলিং স্টেশনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান গণমাধ্যমকে জানান, গ্যাসভিত্তিক ফিলিং স্টেশনটিতে বিস্ফোরণ ঘটে একজন প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির বয়স ৩০-৩৫ হতে পারে। তার নাম–পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ সময় আরও ১০ জন দগ্ধ হয়েছেন। গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের