মঙ্গলবার,

২৮ জানুয়ারি ২০২৫,

১৫ মাঘ ১৪৩১

মঙ্গলবার,

২৮ জানুয়ারি ২০২৫,

১৫ মাঘ ১৪৩১

Radio Today News

কারাগারে বসে পরীক্ষা দিল এসএসসি পরীক্ষার্থী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৮, ১৫ নভেম্বর ২০২১

আপডেট: ২৩:৫১, ১৫ নভেম্বর ২০২১

Google News
কারাগারে বসে পরীক্ষা দিল এসএসসি পরীক্ষার্থী

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জে জেলা কারাগারে বসে পরীক্ষা দিল এক এসএসসি পরীক্ষার্থী। পরিবারের আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে এ ব্যবস্থা করে কারাগার কর্তৃপক্ষ।

আজ সোমবার (১৫ নভেম্বর) সকালে জেলা কারাগার অফিস কক্ষে বসে পরীক্ষায় অংশগ্রহণ করে ওই শিক্ষার্থী।

জানা গেছে, এসএসসি পরীক্ষার্থী বিপ্লব শিবগঞ্জ উপজেলার কামালপুর এলাকার বাসিন্দা ও কামালপুর উচ্চবিদ্যালয়ের ছাত্র। মাদক মামলায় ৪ নভেম্বর থেকে কারাগারে বন্দী রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার মো. হাবিবুর রহমান বলেন, ‘শিবগঞ্জ উপজেলার একজন এসএসসি পরীক্ষার্থী কারাগারে আসার পর তার পরিবারের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। আদালতের নির্দেশ পাওয়ার পর আমরা পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করি। কারাগারের অফিস কক্ষে তার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।’

মো. হাবিবুর রহমান আরও জানান, কারাগারে বসে যাতে তারা পড়াশোনা করতে পারে সে জন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগে রোববার কারাগারে বসে পরীক্ষা দিয়েছেন পর্নোগ্রাফি মামলার আরেক আসামি।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের