শুক্রবার,

২৫ অক্টোবর ২০২৪,

১০ কার্তিক ১৪৩১

শুক্রবার,

২৫ অক্টোবর ২০২৪,

১০ কার্তিক ১৪৩১

Radio Today News

খুলনা জেলা কারাগারে কয়েদি-হাজতি মারামারি, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:০৭, ২৪ অক্টোবর ২০২৪

আপডেট: ১০:০৮, ২৪ অক্টোবর ২০২৪

Google News
খুলনা জেলা কারাগারে কয়েদি-হাজতি মারামারি, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

খুলনা জেলা কারাগারে হাজতি ও কয়েদিদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বুধবার (২৩ অক্টোবর) বিকেলে স্বজনদের সঙ্গে সাক্ষাতের সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

সূত্র জানায়, হাজতি হোসেন মুন্সি জেলখানার কয়েদি সেলিমকে মারধর করেন। এর পর সেলিম পরিচিত কয়েদিদের নিয়ে হোসেনকে খুঁজতে বের হন, যা থেকে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। জেলার আবু সায়েম ঘটনাটি জানার পর তা মেটানোর চেষ্টা করেন।

তবে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে যখন একই আসামিরা ডাক-চিৎকার শুরু করে এবং কর্তব্যরত কারারক্ষীদের জেলখানা থেকে বের করে দেয়ার চেষ্টা করে। কিছু অতিরিক্ত কারারক্ষী সেখানে প্রবেশ করলে তাদের সঙ্গেও খারাপ আচরণ করা হয়। এ সময় জেলখানার পাগলা ঘণ্টা বাজানো হয়, ফলে বাইরের পরিস্থিতিও অস্থিতিশীল হয়ে পড়ে।

কারাকর্তৃপক্ষ সেনাবাহিনীকে অবহিত করার পর দুটি গাড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায়, যা পরিস্থিতি স্বাভাবিক করতে সহায়ক হয়। সেনাবাহিনী আসার পর জেলার আবু সায়েম অতিরিক্ত কারারক্ষী নিয়ে জেলখানায় প্রবেশ করেন এবং আসামিদের সেলে ফিরিয়ে নিয়ে যান।

খুলনা জেলা কারাগারের সুপার মো. রফিকুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের