পিরোজপুর সদরের কদমতলা এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চার শিশুসহ আটজন নিহত হয়েছেন। বুধবার মধ্যরাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাইভেটকারে থাকা সবাই নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে সবার পরিচয় পাওয়া না গেলেও একই পরিবারের চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মোতাহার হোসেন (৪৫), স্ত্রী সাবিনা (৩৬), মেয়ে মুক্তা (১০) ও ছেলে শোয়াইব (২)। নিহত ৮ জনের মধ্যে ২ জন পুরুষ, ৪টি শিশু ও ২ জন নারী ছিলেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. আসিফ হোসেন জানান, রাত সাড়ে ৩টার দিকে ৮ জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান জানান, প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মোতালেব নামে একজনের সঙ্গে পাওয়া আইডি কার্ড থেকে তার পরিচয় জানা গেছে। নিহত মোতালেব সেনাবাহিনীর সিভিল স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।
রেডিওটুডে নিউজ/আনাম