শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪,

৭ পৌষ ১৪৩১

শনিবার,

২১ ডিসেম্বর ২০২৪,

৭ পৌষ ১৪৩১

Radio Today News

ইলিশটি বিক্রি হলো ৬ হাজার ৮৪০ ঢাকায়

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:০৯, ৮ অক্টোবর ২০২৪

Google News
ইলিশটি বিক্রি হলো ৬ হাজার ৮৪০ ঢাকায়

পটুয়াখালীর কলাপাড়ায় জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ২৮০ গ্রাম ওজনের একটি ইলিশ। মাছটি তিনি বিক্রি করেছেন ৬ হাজার ৮৪০ টাকা। বঙ্গোপসাগরের চর বিজয় সংলগ্ন হাইরের চর এলাকায় আলমাছ মাঝি নামে এক জেলের জালে ইলিশটি ধরা পড়ে। মঙ্গলবার সকালে কুয়াকাটা মেয়র বাজারে মাছটি বিক্রির জন্য নিয়ে যান। 

আলমাছ মাঝি জানান, ইলিশটি তিনি কুয়াকাটা মেয়র বাজারে মনি ফিস মৎস্য আড়তে বিক্রি করতে নিয়ে যান। প্রথমেই ৪ হাজার টাকা দাম ডাকা হয়। একের পর এক ডাকের মাধ্যমে সর্বোচ্চ ৬ হাজার ৮৪০ টাকায় ইলিশটি বিক্রি হয়েছে। 

তিনি জানান, সাগরে ইলিশ কম পাওয়া যাচ্ছে। অল্প হলেও এখন জেলেদের জালে বড় আকারের ইলিশ কমবেশি পাওয়া যায়। তবে এ বছর এত বড় মাছ এই এলাকায় আর কেউ পায়নি।

ডাকের মাধ্যমে মাছটি কেনা প্রতিষ্ঠান ফিস ভ্যালির পরিচালক মো. হাসান বলেন, আমরা এই বাজারে সচরাচর এত বড় ইলিশ পাই না। আজকে এক জেলে মাছটি মনি ফিস আড়তে নিয়ে আসলে আমরা ডাকের মাধ্যমে কিনেছি। আশা করছি এটি ঢাকায় পাঠালে ভালো দামে বিক্রি করতে পারবো। বছরের বিভিন্ন সময়ে এ রকম মাছ আসে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ জেলেদের জন্য সুখবর বয়ে আনে। এখন প্রায়ই গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলের জেলেরাও বড় ইলিশ পাচ্ছে। বছরে দুইবার ইলিশ ধরা নিষেধাজ্ঞার সুফল এটা।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের