শনিবার,

২১ সেপ্টেম্বর ২০২৪,

৬ আশ্বিন ১৪৩১

শনিবার,

২১ সেপ্টেম্বর ২০২৪,

৬ আশ্বিন ১৪৩১

Radio Today News

খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে ৭২ ঘণ্টার সড়ক-নৌপথ অবরোধ শুরু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:০৯, ২১ সেপ্টেম্বর ২০২৪

Google News
খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে ৭২ ঘণ্টার সড়ক-নৌপথ অবরোধ শুরু

খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পাহাড়িদের ওপর হামলা, হত্যা, বিহার-ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার ডাকা তিন পার্বত্য জেলায় (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।

রাঙ্গামাটি থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, সড়ক ও নৌপথ অবরোধ ও মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা যানবাহন বন্ধের কর্মসূচিতে জেরার সবকটি সড়ক ও নৌ পথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। শহরের ভেতরেও কোনো যানবাহন চলাচল করছে না। ফলে শহরবাসীকে পড়তে হয়েছে দুর্ভোগে।

সকালে রাঙ্গামাটি শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকতে দেখা গেছে। রাস্তায় মানুষের চলাচলও অন্যদিনের তুলনায় কম।

এদিকে খাগড়াছড়ি থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, পাহাড়ি ছাত্র-জনতার ডাকা অবরোধের কারণে শনিবার সকাল থেকে জেলা শহরের বাইরে কোনো যানবাহন যায়নি। শহরের ভেতরে ব্যাটারিচালিত যানবাহন চলতে দেখা গেছে। জেলা শহরের ভেতরে পরিস্থিতি থমথমে। আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর টহল চলছে শহরজুড়ে। বেশিরভাগ দোকানপাট খোলেনি। রাস্তায় মানুষের চলাচলও অন্যদিনের তুলনায় কম।

সড়ক ও নৌপথ অবরোধের ডাক দেওয়া হয় ঢাকায় পাহাড়িদের একটি সমাবেশ থেকে। আর বিবৃতি দিয়ে তাতে সমর্থন জানায় আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি-বাঙালি সংঘর্ষের জেরে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পার্বত্য জেলার কিছু অংশে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

রাঙ্গামাটিতে সংঘর্ষের ঘটনার পর পৌর এলাকায় শুক্রবার বেলা একটা থেকে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। আর খাগড়াছড়ির সদর উপজেলায় বেলা দুইটা থেকে ১৪৪ ধারার নোটিশ জারি করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের