বৃহস্পতিবার,

১৯ সেপ্টেম্বর ২০২৪,

৪ আশ্বিন ১৪৩১

বৃহস্পতিবার,

১৯ সেপ্টেম্বর ২০২৪,

৪ আশ্বিন ১৪৩১

Radio Today News

বৃষ্টি অব্যাহত থাকবে সোমবার দুপুর পর্যন্ত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪৫, ১৫ সেপ্টেম্বর ২০২৪

Google News
বৃষ্টি অব্যাহত থাকবে সোমবার দুপুর পর্যন্ত

স্থল গভীর নিম্নচাপের প্রভাবে দেশের অধিকাংশ জায়গায় ঝরছে বৃষ্টি। এর মধ্যে কোথাও ঝিরিঝিরি বৃষ্টিপাত হলেও অনেক জায়গায় ভারী বর্ষণও হয়েছে। এমন অবস্থা আজ সারারাত অব্যাহত থেকে  আগামীকাল দুপুর নাগাদ কিছুটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নিম্নচাপের প্রভাবে সারাদেশেই কমবেশি বৃষ্টি হচ্ছে। এর মধ্যে সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ঢাকায় ২৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আজ রাতভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা ধারণা করছি, আগামীকাল দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে। তবে এখনও বাংলাদেশের সমুদ্রগুলোর জন্য তিন নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে। 

এর আগে, সকালে প্রকাশিত ৭২ ঘণ্টা আবহাওয়ার পূর্বাভাসে বর্তমান বৃষ্টিস্নাত আবহাওয়া শিগগিরই পরিবর্তনের উল্লেখযোগ্য তেমন কোনো সম্ভাবনা নেই বলে উল্লেখ করেছে আবহাওয়া অধিদপ্তর।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের