বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

Radio Today News

বঙ্গপোসগরে সৃষ্ট স্থল নিম্নচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৩:৫৬, ১৪ সেপ্টেম্বর ২০২৪

Google News
বঙ্গপোসগরে সৃষ্ট স্থল নিম্নচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

বঙ্গপোসগরে সৃষ্ট স্থল নিম্নচাপটি সামন্য উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘণীভূত হয়েছে। এটি আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে যশোর ও তৎসংলগ্ন এলাকায় গভীর স্থলনিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে আজ সারাদেশে বৃষ্টিপাত হবে, যা থাকবে আগামীকাল পর্যন্ত।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, তবে ধীরে ধীরে বৃষ্টিপাত কমে যাবে। চলতি মাসে ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই; তবে আরও দুটি লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। অক্টোবর ও নভেম্বরে একটি ঘূর্ণিঝড় হওয়ার শঙ্কা রয়েছে।  

এই স্থল গভীর নিম্নচাপের প্রভাবে সারাদেশে গত দুই দিনে বিশেষ করে চট্টগ্রাম বিভাগে অতি ভারী বর্ষণ হয়েছে। গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর আগের দিন হয়েছে ৩৭৮ মিলিমিটার।  

দেশের প্রতিটি সমুদ্রবন্দরকে তিন নম্বর আর নদী বন্দরকে দুই নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। যেটা আগামীকাল পর্যন্ত বলবৎ থাকবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের