রোববার,

০৮ সেপ্টেম্বর ২০২৪,

২৪ ভাদ্র ১৪৩১

রোববার,

০৮ সেপ্টেম্বর ২০২৪,

২৪ ভাদ্র ১৪৩১

Radio Today News

শিক্ষার্থীদের সরিয়ে দিলো পুলিশ, পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২৫, ১৭ জুলাই ২০২৪

Google News
শিক্ষার্থীদের সরিয়ে দিলো পুলিশ, পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক

কোটাবিরোধী আন্দোলনকারীদের প্রতিরোধে সাময়িক সময়ের জন্য পদ্মা সেতু বন্ধ হওয়ার পর ফের সেতুতে যান চলাচল স্বাভাবিক হয়েছে। র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে আন্দোলনকারীদের হটিয়ে সেতুতে যান চলাচল স্বাভাবিক করা হয়।

পুলিশ জানিয়েছে, বুধবার সাড়ে ১১টার দিকে পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে কোটাবিরোধী আন্দোলনকারীরা ঢাকা-মাওয়া প্রধান সড়ক অবরোধের চেষ্টা করে। এতে র‍্যাব ও পুলিশ বাধা দেয়।

বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।

পুলিশ আরও জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ও যান চলাচল স্বাভাবিক রাখতে উক্ত এলাকায় র‍্যাবের অতিরিক্ত টহল মোতায়েন রয়েছে।

এর আগে সকালে কোটা সংস্কার অন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় পদ্মা সেতুর মাওয়া পয়েন্ট। এতে ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের