বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

Radio Today News

চট্টগ্রামে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩৪, ১৫ জুলাই ২০২৪

Google News
চট্টগ্রামে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ষোলশহর রেলস্টেশন এলাকায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তবে, এ ঘটনায় কেউ আহত হননি। কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, ছাত্রলীগ নেতারা তাদের ওপর হামলা চালিয়েছে। 

কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, আজ বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা ষোলশহর রেল স্টেশন এলাকায় সমবেত হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। এ সময় ছাত্রলীগ নেতারা লাটি নিয়ে হামলা চালান। ফলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দীর্ঘ সময় ধরে দুই পক্ষ একে অন্যকে লক্ষ্য করে ইট  নিক্ষেপ করে। 

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ চাকমা জানান, ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের