রোববার,

০৮ সেপ্টেম্বর ২০২৪,

২৪ ভাদ্র ১৪৩১

রোববার,

০৮ সেপ্টেম্বর ২০২৪,

২৪ ভাদ্র ১৪৩১

Radio Today News

আবারও বাড়ছে যমুনার পানি, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:২৩, ১২ জুলাই ২০২৪

আপডেট: ১১:৩১, ১২ জুলাই ২০২৪

Google News
আবারও বাড়ছে যমুনার পানি, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা

মৌসুমী বায়ুর প্রভাব ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও সিরাজগঞ্জের যমুনা নদীসহ অভ্যন্তরীণ নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

শুক্রবার (১২ জুলাই) সকালে যমুনা নদীর সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্টে ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রভাবিত হতে দেখা যায়। অপরদিকে, কাজিপুরের মেঘাই ঘাট পয়েন্ট ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে দেখা যায়। 

গত দুইদিন ধরে পানি কমার পরে আবারও যমুনায় পানি বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগে পড়েছে জেলার নদী পাড়, চরাঞ্চল ও নিচু এলাকার মানুষ। পাশাপাশি তারা গবাদি পশু নিয়ে গো খাদ্য নিয়ে সংকটে পড়েছে। বন্যায় গবাদিপশুর চারণভূমি তলিয়ে যাওয়ায় খাদ্য সংকটে পড়েছে জেলার প্রায় ৫০ হাজার গবাদি পশু। গবাদি পশুর খাদ্য সংকটে বন্যা দুর্গতরা নিজেদের চেয়েও বেশি দিশেহারা হয়ে পড়েছেন।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বলেন, জেলার দুটি পয়েন্টে আবারও পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির ফলে দুটি পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এ মৌসুমে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাবুল কুমার সূত্রধর বলেন, ইতোমধ্যে বানের পানিতে নিমজ্জিত হয়েছে জেলার ৪ হাজার ৬৩০ হেক্টর ফসলি জমি।এসব জমির পাট, তিল, কলা ও মরিচ প্লাবিত হয়েছে।এখনও ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের