শনিবার,

০৫ অক্টোবর ২০২৪,

২০ আশ্বিন ১৪৩১

শনিবার,

০৫ অক্টোবর ২০২৪,

২০ আশ্বিন ১৪৩১

Radio Today News

মিয়ারমারের দুই সেনা বিজিবির হেফাজতে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:০১, ৫ জুলাই ২০২৪

Google News
মিয়ারমারের দুই সেনা বিজিবির হেফাজতে

কক্সবাজার সেন্টমার্টিনে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির দুই সেনা ও রোহিঙ্গাসহ ৩৩ জনকে হেফাজতে রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা শুক্রবার ভোরে ৩৩ জন যাত্রী বোঝাই একটি ট্রলার সেন্টমার্টিন দ্বীপে আটকে যায়। তখন বিজিবি তাদের হেফাজতে নিয়ে যায়।

তাদের স্বদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

তবে তারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছিল, নাকি মংডুর অন্য কোনো শহরে যাওয়ার পথে আটকে যায়, তা জানা যায়নি।

বিদ্রোহীদের সঙ্গে মিয়ানমারের সরকারি বাহিনীর রক্তক্ষয়ী সংঘাতের মধ্যে এদিন ভোরে ৩৩ জন যাত্রী বোঝাই ট্রলারটি সেন্টমার্টিন দ্বীপে ভিড়ে।

মিয়ানমারের মংডু এলাকা থেকে এসব যাত্রী নিয়ে ট্রলারটি প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ প্রতিকূল আবহাওয়ায় ভেসে সেন্টমার্টিনে চলে আসে বলে ধারণা করছেন স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান মুজিবুর রহমান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের