বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

Radio Today News

২ ঘণ্টা প্রচেষ্টায় প্রাণের কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৩:৩৯, ২ নভেম্বর ২০২১

আপডেট: ০৩:৪১, ২ নভেম্বর ২০২১

Google News
২ ঘণ্টা প্রচেষ্টায় প্রাণের কারখানার আগুন নিয়ন্ত্রণে

সংগৃহীত ছবি

নরসিংদীর ঘোড়াশালে প্রাণ-আরএফএল গ্রুপের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রচেষ্টায় দু'ঘণ্টা পর এই আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

নরসিংদী ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহীন আলম সোমবার (১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আজ সন্ধ্যা পৌনে ৬টার দিকে প্রাণের ফাস্টফুড উৎপাদনকারী তিনতলা বিশিষ্ট একটি কারখানার দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরবর্তীতে তৃতীয় তলায়ও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নরসিংদীর ৫টি, পলাশের ২টি, কালীগঞ্জ ও শিবপুরসহ ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুনোর নেভানোর অভিযানে অংশ নেয়। 

শাহীন আলম জানান, "রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছি। আগুনের সূত্রপাত কীভাবে হলো তা এখনই বলতে পারছি না। তবে কোনো হতাহতের খবর জানা যায়নি।"

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের