বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

Radio Today News

পুকুরে গোসল করতে নেমে ৪ শিশুর মৃত্যু

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৯, ৩০ অক্টোবর ২০২১

আপডেট: ২৩:৫২, ৩০ অক্টোবর ২০২১

Google News
পুকুরে গোসল করতে নেমে ৪ শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

নওগাঁ শহরে পুকুরে গোসল করতে নেমে চার শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩০ অক্টোবর) দুপুরে শহরের আরজি নওগাঁ এলাকার নামা শিকারপুরে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো— ফরহাদ, সুরাইয়া, আশা ও খাদিজা। স্থানীয় সূত্রমতে, তাদের বয়স ৬ থেকে ১০ বছরের মধ্যে।

নিহতদের স্বজনরা জানায়, দুপুরের দিকে বাড়ির পাশে একটি পুকুরে গোসলে নামে এই ছয় শিশু। এক পর্যায়ে পানিতে ডুবে যায় ফরহাদ, সুরাইয়া, আশা ও খাদিজা। বাকি দুই জন পাড়ে ছিল। তারা কান্না শুরু করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসে। এরপর নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জুয়েল জানান, আইনি প্রক্রিয়া শেষে চার শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের