শুক্রবার,

১৪ মার্চ ২০২৫,

২৯ ফাল্গুন ১৪৩১

শুক্রবার,

১৪ মার্চ ২০২৫,

২৯ ফাল্গুন ১৪৩১

Radio Today News

সেপটিক ট্যাংকে নেমে ৩ জনের মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:০৭, ১৪ এপ্রিল ২০২৪

Google News
সেপটিক ট্যাংকে নেমে ৩ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার (১৪ এপ্রিল) সকালে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃতরা হলেন—মাধবপুর পৌরসভা এলাকার আলম মিয়া (২৬), মৌজপুর গ্রামের সম্রাট মিয়া(২২) ও সম্পদপুর গ্রামের চুন্নু মিয়া (২৪) । 

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সকাল ৯টা থেকে সাড়ে ৯টায় মধ্যে গুটমা বাজারের পাশে আবদুল আহাদের নিমার্ণাধীন স্বপ্না মার্কেটের সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করার জন্য তিন জন নামে। ভেতরে অক্সিজেন না থাকায় নিঃশ্বাস বন্ধ হয়ে একে একে তিনজনই মারা যান। 

নাসিরনগর থানার ওসি মো. সোহাগ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেপটিক ট্যাংক থেকে ৩ জন নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধারের পর থানায় নিয়ে আসা হয়েছে। একসঙ্গে তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের