ঢাকার সাভারের হেমায়েতপুরের জোরপুলে তেলবাহী লরি উল্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর লাগা আগুনে ওই লরিসহ মোট পাঁচটি গাড়ি পুড়ে গেছে। এ দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৯ জন।
আজ মঙ্গলবার (২ এপ্রিল) ভোর ৫টা ৩৮ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের জোরপুল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সাভিস সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
সাভার ফায়ার সাভিসের ডিউটি অফিসার আসাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত ওই ব্যক্তির নাম ইকবাল। তার বাড়ি যশোরের চৌগাছায়। তিনি সিমেন্টের ট্রাকের লোড আনলোডের কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৫টা ৩৮ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের জোরপুল এলাকায় ওয়েল ট্যাংকার উল্টে চারটি ট্রাক ও একটি প্রাইভেটকারে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সাভিসের চারটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম