চট্টগ্রামের পটিয়ায় উপজেলায় একটি বাজারে অভিযান চালিয়ে বেশকিছু রাজস্ব ফাঁকি দেওয়া অবৈধ সিগারেট জব্দ করেছে স্থানীয় প্রশাসন। এ সময় এক দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার দুপুরে উপজেলার স্টেশন রোড কামাল বাজার এলাকায় ওই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দীন ভূঞা জনী।
ইউএনও আলাউদ্দীন বলেন, ‘অবৈধ সিগারেট বিক্রয় করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে স্টেশন রোড কামাল বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই সময় এক দোকান থেকে অবৈধ সিগারেট জব্দ করা হয়। অবৈধ সিগারেট বিক্রয়ের অভিযোগে দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।’
তিনি আরও বলেন, ‘কামাল বাজারে অবৈধ সিগারেট বিক্রয়ের ডিলারকে আটক করার জন্য আমরা অভিযান পরিচালনা করেছিলাম। তবে ডিলারকে আটক করতে পারিনি। আমরা ডিলারকে আটক করতে আবারও অভিযান পরিচালনা করব।’
ইউএনও বলেন, ‘রাজস্ব ফাঁকি দেওয়া অবৈধ সিগারেট যাতে কেউ বিক্রয় না করে সেজন্য কামাল বাজারের কয়েকজন দোকানি ও ভ্রাম্যমান হাকারকে নির্দেশনা দিয়েছি।’