বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

Radio Today News

চট্টগ্রামে হকার-পুলিশ সংঘর্ষ, আহত ১৫

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:২৪, ১২ ফেব্রুয়ারি ২০২৪

Google News
চট্টগ্রামে হকার-পুলিশ সংঘর্ষ, আহত ১৫

চট্টগ্রাম মহানগরীর নিউমার্কেট স্টেশন রোড এলাকায় হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। 

রাস্তা থেকে উচ্ছেদের প্রতিবাদে বিক্ষুদ্ধ হকাররা পুলিশের উপর অতর্কিত ইটপাটকেল ছুঁড়ে হামলা চালালে সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ সংঘর্ষ হয়।

কোতোয়ালি থানার ওসি ওবায়দুল হক জানান, স্টেশন রোড এলাকায় সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানের পর কতিপয় হকার আবারও সড়ক ও ফুটপাত দখল করে দোকান বসানোর চেষ্টা করে। পুলিশ বাধা দিলে হকাররা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এতে পুলিশের সঙ্গে হকারদের সংঘর্ষ হয়। সংঘর্ষে ৪/৫ জন পুলিশ আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

হকার নেতা মিরন হোসেন মিলন জানান, তাদের একজন হকার গুলিবিদ্ধ হয়েছে। এ ছাড়া আরও ১০-১২ জন হকার আহত হয়েছে। হকাররা তাদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন।   
 

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের