
লক্ষ্মীপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. আনোয়ার হোসেন খানকে হত্যার হুমকি দেয়া হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় আনোয়ার খান এ অভিযোগ করেন।
তিনি বলেন, নৌকা মার্কার পোস্টার ছিঁড়ছে, তা নিয়ে কিছুই বলছিনা। যত পোস্টার ছিঁড়বে, ততই লাগাবো। কিন্তু আমিতো খুবই বিপদগ্রস্ত অবস্থায় রয়েছি। আমি ঢাকা থেকে রামগঞ্জে ফেরার পরে, আমাকে হুমকি দেয়া হচ্ছে।
তিনি বলেন, আমি জনগণের জন্য নির্বাচন করছি। ভোট করছি, সম্মানের জন্য। সমাজকে কিছু দেয়ার জন্য। কিন্তু লাইফ থ্রেড, এটাতো ভাল কথা নয়।
তিনি রিটার্নিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোন সময় আমার ওপর হামলা হতে পারে। আমাকে লাইফ থ্রেড দেয়া হচ্ছে। বিষয়টি খেয়াল রাখার জন্য আইনশৃংখলা বাহিনীর প্রতি আহ্বান জানান এমপি আনোয়ার খান। জানা গেছে, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন নৌকার মনোনয়ন না পেয়ে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করছেন। তার পক্ষে আওয়ামী লীগের একাংশ কাজ করছেন। পবনের বিতর্কিত বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রেডিওটুডে/এমএমএইচ