ফাইল ছবি
পিরোজপুরে দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায় মারা গেছেন যুদ্ধাপরাধ মামলার পলাতক আসামি। আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) পিরোজপুরে মেয়ের বাড়িতে মারা যান তিনি।
জানা গেছে, ওই ব্যক্তির নাম মো. আমীর হোসেন। তিনি পিরোজপুরের ভান্ডারিয়ার বাসিন্দা।
২০১৫ সালে নিহত নিরোধ চন্দ্রবালার ছেলে বিজয় চন্দ্র বালা বাদী হয়ে আটজনকে আসামি করে পিরোজপুর আদালতে একটি মামলা করেন। সেই মামলায় আমীর হোসেনসহ মোট আটজনকে আসামি করা হয়।
সে বছরেই অক্টোবরের ১৪ তারিখ বিচারক মামলাটি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে পাঠান।
রেডিওটুডে নিউজ/জেএফ