
জাময়াতের আমির তাজউদ্দীন খান
মেহেরপুর জেলা জাময়াতের আমির তাজউদ্দীন খানকে (৫২) আটক করেছে মুজিবনগর তানা পুলিশ। আজ বুধবার বিকেলে মুজিবনগর উপজেলার গোরিনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানায় পুলিশ। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মুজিবনগর তানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল জানান, জেলা জামায়াতের আমির তাজউদ্দীন খান মুজিবনগর উপজেলার গোরিনগর অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় মুজিবনগর থানা পুলিশের একটি দল। পরে সেখান থেকে আটক করা হয় তাকে। বিকেলেই তাকে নেয়া হয় মুজিবনগর থানায়।
ওসি আরো জানায়, বিএনপি-জাময়াতের ডাকা অবরোধে কেউ যাতে নাশকতার সৃষ্টি না করতে পারে এজন্য তাকে আটক করা হয়েছে। দুষ্কৃতিকারীদের ধরতে অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
রেডিওটুডে নিউজ/এসবি