ফাইল ছবি
দুর্গাপূজার ছুটিতে ১৯ অক্টোবর বৃহস্পতিবার থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ৭ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি। আবার সচল হবে ২৬ অক্টোবরে। তবে স্বাভাবিক থাকবে ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্টধারীদের পারাপার।
হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল ১৯ অক্টোবর বৃহস্পতিবার থেকে ২৫ অক্টোবর বুধবার পর্যন্ত ৭ দিন বন্দরে ছুটি পালিত হবে। ফলে বন্ধ থাকবে পন্য আমদানি রপ্তানি। ছুটি কাটিয়ে ২৬ অক্টোবর বৃহস্পতিবার থেকে আবার স্বাভাবিক আমদানি-রপ্তানি।
হিলি ইমিগ্রেশনের ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারীদের সুবিধার্থে ইমিগ্রেশন সচল থাকবে।
রেডিওটুডে নিউজ/এসবি