শনিবার,

২৩ নভেম্বর ২০২৪,

৯ অগ্রাহায়ণ ১৪৩১

শনিবার,

২৩ নভেম্বর ২০২৪,

৯ অগ্রাহায়ণ ১৪৩১

Radio Today News

আমাদের ভুলের শাস্তি শেখ হাসিনাকে দেবেন না, মন্তব্য পলকের

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ১৮:১৪, ৮ অক্টোবর ২০২৩

Google News
আমাদের ভুলের শাস্তি শেখ হাসিনাকে দেবেন না, মন্তব্য পলকের

জুনায়েদ আহমেদ পলক

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, "হয়ত আমার ব্যক্তিগতভাবে ছোটখাট ভুলত্রুটি থাকতে পারে। স্থানীয় মেম্বার-চেয়ারম্যান, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, রাজনৈতিক প্রতিনিধিদের ভুলত্রুটি থাকতে পারে। কিন্তু আমাদের কোনো ছোট ভুলের কারণে আপনারা জননেত্রী শেখ হাসিনাকে বড় কোনো শাস্তি দেবেন না।"

সিংড়ার কলম উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে আয়োজিত সভায় আজ সোমবার (২ অক্টোবর) দুপুরে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, "এমন কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না যাতে সিংড়াবাসীকে তার কুফল ভোগ করতে হয়।‌ স্থানীয় কোনো নেতা-কর্মীর ভুলের কারণে যদি ভুল সিদ্ধান্ত নেন, যদি নৌকা মার্কায় ভোট না দেন তাহলে সিংড়াবাসীর কী দুরবস্থা হয় তা ৩৭ বছর দেখেছেন।"

জুনাইদ আহমেদ পলক বলেন, "বিগত ৩৭ বছরে তারা (জাতীয় পার্টি-বিএনপি) সিংড়ায় ৩০ শতাংশ বাড়িতেও বিদ্যুৎ দিতে পারেনি। আমরা গত ১৪ বছরে শতভাগ পরিবারকে বিদ্যুতের আলোয় আলোকিত করেছি। ২ হাজার ৪০০ গৃহহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পাকা ঘর নির্মাণ করে দিয়েছি।"

তিনি আরও বলেন, "এখন সিংড়ার ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ হাজার ছেলে-মেয়ে পড়াশোনা করছে। তাদের পড়াশোনা শেষ করে এই সিংড়ার মাটিতে কর্মসংস্থান নিশ্চিত করার জন্য আমরা হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার তৈরি করছি। যেখান থেকে আগামী পাঁচ থেকে ১০ বছরে ২০ হাজার ছেলে-মেয়ের কর্মসংস্থান আমরা সৃষ্টি করতে পারব।"

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের