সংগৃহিত ছবি
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, 'দেশের অভাবনীয় উন্নয়ন সহ্য করতে না পেরে বিরোধীরা নানা ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন।'
তিনি বলেছেন, "গণতন্ত্রের নামে তারা বর্বর পৈশাচিক কর্মকাণ্ড আগেও করেছে, এখনও করে যাচ্ছে। সংবিধান মোতাবেক নির্বাচন কমিশন সঠিক সময়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে।"
এ সময় দেশের উন্নয়ন ধারা বজায় রাখতে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করার আহ্বান জানান তিনি।
ফরিদপুর সদর উপজেলার অডিটোরিয়াম হলে আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব বলেন।
কৃষিমন্ত্রী বলেন, "আমদানি নির্ভরতা কমিয়ে আনতে দেশে পরীক্ষামূলকভাবে স্থাপিত পেঁয়াজ সংরক্ষণাগার সফলতা পেয়েছে। পর্যায়ক্রমে সকল স্থানে এই সংরক্ষণাগার স্থাপিত হলে ভারত বা অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করতে হবে না।"
সরকারের আধুনিক কৃষিনীতির কথা উল্লেখ করে তিনি বলেন, "গত জুলাই থেকে দেশে চাল আমদানি করতে হয়নি বরং চালের দাম এখন নিম্নমুখী। যা সম্ভব হয়েছে উন্নত জাত উদ্ভাবন, কৃষক ও কৃষি বিভাগ এবং সরকারের আধুনিক কৃষিনীতির কারণে।"
রেডিওটুডে নিউজ/এসবি