চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড দিয়েছে আদালত
চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ডের আদেশ এবং ২০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।
মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী হলেন, আলমডাঙ্গা উপজেলার পোলবাগুন্দা গ্রামের মৃত ইসলাম মন্ডলের ছেলে ফন্টু মন্ডল।
মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১৫ মার্চ রাতে আলমডাঙ্গা উপজেলার পোলবাগুন্দা গ্রামের ফন্টু মন্ডল তার স্ত্রী ডালিয়া বেগমকে সাবাশ বিলের মাঠ থেকে পেঁয়াজ উঠানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যায় এবং ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে ফন্টু মন্ডল বাড়ি থেকে পালিয়ে গেলে পার্শ্ববর্তি চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজার থেকে পুলিশ তাকে আটক করে। তাকে জিঞ্জাসাবাদ শেষে তার দেখিয়ে দেয়া স্থান থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে নিহতের ছেলে জামিরুল ইসলাম বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ফন্টু মন্ডলকে একমাত্র আসামী করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালতে বিচারক জিয়া হায়দার আসামীকে উপরোক্ত রায়ে দন্ডিত করেন। আদালতে মোট ১৬ জনের সাক্ষ্য পরীক্ষা করেন।
রেডিওটুডে নিউজ/এসবি